বান্দরবানে গ্রেফতার ২ জঙ্গি রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
কঠোর নিরাপত্তায় আদালতে আনা হয় সাত জঙ্গিকে

বান্দরবানে গ্রেফতার দুই জঙ্গি সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বান্দরবান চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম এমরান এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত দুই জঙ্গি হলেন- জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান রণবীর (৪৪) ও বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মৃধা (৪৪)।

আদালত সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাহাড়পাড়া সাকিনের ইয়াহিয়া গার্ডেন এলাকার একাশিয়া বাগানে অভিযান চালিয়ে রণবীর ও বাসার মৃধাকে অস্ত্র, কারতুজ এবং নগদ টাকাসহ আটক করে র‌্যাব।

২৪ জানুয়ারি বান্দরবান জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৬ ফেব্রুয়ারি সন্ত্রাস ও রাষ্ট্রদ্রোহ মামলায় সাত জঙ্গিকে আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রণবীর ও বাসার মৃধার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নয়ন চক্রবর্তী/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।