মেয়র চিশতীর পুনর্বহালে বাধা ভারপ্রাপ্তের
সাতক্ষীরায় বরখাস্ত আদেশ স্থগিত হওয়ার পরও মেয়র তাজকিন আহমেদ চিশতীকে স্বপদে বহাল হতে বাধা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মেয়র চিশতী পৌরসভায় প্রবেশ করতে গেলে বাধা দেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানসহ বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলররা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত বেঞ্চ এক আদেশে চিশতীর বরখাস্তের আদেশ স্থগিত করেন। এরআগে গত ৬ ফেব্রুয়ারি সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন মেয়র চিশতী। সেসময় স্থানীয় সরকার বিভাগ তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে মামলার কথা জানায়। চলতি বছরের ২৪ জানুয়ারি ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে ৯ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মেয়র চিশতী।
এ ব্ষিয়ে তাজকিন আহমেদ চিশতী বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী বর্তমানে মেয়র পদে আমার পুনর্বহাল হওয়ার কথা। কিন্তু ভারপ্রাপ্ত মেয়র ও সরকারদলীয় কর্মকর্তারা আদালতের সেই নির্দেশ লঙ্ঘন করেছেন। আমি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবো।’
তবে ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের ভাষ্য, ‘মন্ত্রণালয়ের নির্দেশ না পাওয়া পর্যন্ত আমিই মেয়র। আদালতের নির্দেশে মেয়র পদ থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম