লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিললো পলিথিন মোড়ানো ১৬ আগ্নেয়াস্ত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

লক্ষ্মীপুরের রায়পুরে বহুতল ভবন নির্মাণ কাজের মাটি খুঁড়তে গিয়ে পলিথিন মোড়ানো ১৬টি আগ্নেয়াস্ত্র পেয়েছে শ্রমিকরা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাখালিয়া এলাকার মিন্নত উল্যা পাটওয়ারী বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, ডিআইওয়ান একেএম আজিজুর রহমান মিয়া, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া, জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম ইউছুফ জালাল কিসমত।

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিললো পলিথিন মোড়ানো ১৬ আগ্নেয়াস্ত্র

আরও পড়ুন: বান্দরবানে ১২ আগ্নেয়াস্ত্র উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ইতালি প্রবাসী মনোয়ার হোসেনের জমিতে বহুতল ভবনের কাজের জন্য মাটি খুঁড়ছিলেন শ্রমিকরা। এতে পলিথিন মোড়ানো অবস্থায় তারা অস্ত্রগুলো উদ্ধার করে। তাৎক্ষণিক রায়পুর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে অস্ত্রগুলো উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। মুক্তিযুদ্ধকালীন ওই এলাকায় মুক্তিযোদ্ধাদের অবস্থান ছিল। মুক্তিযোদ্ধারা সেখানে দীর্ঘদিন বসবাস করেছে। ধারণা করা হচ্ছে- তখনই অস্ত্রগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছিল।

এ বিষয়ে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, অস্ত্রগুলো পুরনো। ঠিক সময়কাল বলা যাচ্ছে না। তবে অস্ত্রগুলো এখানে কিভাবে এসেছে বা কারা রেখেছে সেটি খতিয়ে দেখা হবে।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।