বান্দরবান দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

বান্দরবানে দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মেলার উদ্বোধন করেন।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আসাদুজ্জমান, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ও বাংলা একাডেমির উপ-পরিচালক ইমরুল ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

বান্দরবান দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু

আয়োজক সূত্র জানায়, সকাল সাড়ে ১০ টায় জেলার সাহিত্য ও সংস্কৃতি প্রবন্ধ পাঠ ও আলোচনা, সাড়ে ১১টায় স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠ, বিকেল সাড়ে ৩টায় ছড়া-কবিতা, প্রবন্ধ পাঠ ও আলোচনা এবং বিকেল সাড়ে ৪টায় স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠের আয়োজন করা হয়েছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে।

নয়ন চক্রবর্তী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।