পর্নো ব্যবসার অভিযোগে জয়পুরহাটে গ্রেফতার ৪
পর্নো ভিডিও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাট পৌর মার্কেট ও মসজিদ মার্কেটের বিভিন্ন কম্পিউটার দোকান থেকে চার যুবককে গ্রেফতার করেছে র্যাব। দোকানগুলো থেকে দুটি কম্পিউটার ও চারটি হার্ডডিস্কও জব্দ করা হয়েছে।
যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ইশবপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে রিংকু হোসেন (২৪), নিশির মোড় এলাকার আব্দুল জলিলের ছেলে রাব্বী হোসেন (১৭), উত্তর জয়পুর এলাকার নূরুল ইসলামের ছেলে রায়হান সরদার ও জয়পুরহাট পৌর সদরের খঞ্জনপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে রায়হানুল ইসলাম (২৫)।
রোববার সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিমল মল্লিক বলেন, দীর্ঘদিন ধরে তারা পর্নো ভিডিও ব্যবসার সঙ্গে জড়িত- এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
রাশেদুজ্জামান/এনএফ/পিআর