লক্ষ্মীপুরে ৮ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে মালামালসহ আট দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের জনতা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শরীফ, লিটন, রহিম, নিশান, সিরাজ, কাশেম, মনির ও আফরোজা সুলতানার দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। মুদি ও চা দোকানসহ বিভিন্ন ধরনের পণ্যের ব্যবসা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শরীফের চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। শুরু থেকেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ৮ দোকান পুড়ে গেছে। দোকানঘরগুলো থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।