সুন্দরবনের গহীনে পথ হারানো ১০ পর্যটক উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:০০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

ভ্রমণে এসে সুন্দরবনের গহীন অরণ্যে পথ হারিয়ে আটকেপড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন। পাঁচ ঘণ্টার উদ্ধার অভিযানের পর শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন জাগো নিউজকে রাতেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, শুক্রবার সকালে যশোর জেলা থেকে আসা ১০ জন পর্যটক ট্রলারে করে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ করেন। ফেরার সময় পথ ভুল করে তাদের ট্রলার বনের গহীনে একটি খালের ভেতর চলে যায়। পরে পথ খুঁজতে খুঁজতে ট্রলারের তেল ফুরিয়ে যায়। এসময় ট্রলারে থাকা পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। এক পর্যায়ে তারা বিষয়টি অন্য নৌকায় অবস্থানকারী পর্যটকদের জানালে খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বন বিভাগের দুটি টিম, ট্যুরিস্ট পুলিশের দুটি টিম, বোট মালিকের অন্য একটি টিমসহ মোট ছয়টি উদ্ধারকারী টিম সুন্দরবনের ভেতরে অভিযান চালায়। প্রায় পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে রাত রাত ১০টার দিকে সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।