একুশের চেতনায় তরুণদের জাগাতে হবে: পলক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
আইসিটি চাকরি উৎসবে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

একুশের চেতনায় দেশের তরুণ-তরুণীদের জাগ্রত হওয়ার কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, একুশ মানে মাথা নত না করা। একুশ মানে নিজের অধিকার আদায়ে সোচ্চার হওয়া। আজকের তরুণ-তরুণী স্মার্ট বাংলাদেশের কর্ণধার। এ জন্য তাদের একুশের চেতনায় জাগাতে হবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ চত্বরে দুদিনব্যাপী আইসিটি ক্যাম্প এবং আইসিটি চাকরি উৎসবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তরুণদের উদ্দেশ্যে পলক বলেন, শেখ হাসিনা চলনবিলের কাদামাটি থেকে তুলে আমাকে সিলিকন ভ্যালি পর্যন্ত নিয়ে গেছেন। সেখানে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তোমরা যদি কঠোর পরিশ্রম করো, তোমাদের লক্ষ্য যদি ঠিক রাখো, তাহলে অবশ্যই জীবনে সফল হবে এবং সারাবিশ্বকে জয় করতে পারবে।

একুশের চেতনায় তরুণদের জাগাতে হবে: পলক

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অসংখ্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। আমাদের সে সুযোগ কাজে লাগিয়ে কাজ করতে হবে।

পলক বলেন, দীর্ঘ ৩৭ বছর সিংড়ায় বিদ্যুৎ, রাস্তাঘাট, অবকাঠামোসহ সবক্ষেত্রে পিছিয়ে ছিল। গত ১৪ বছরে প্রধানমন্ত্রী সিংড়ার মানুষকে অসংখ্য উন্নয়ন উপহার দিয়েছেন।

দিনব্যাপী আইসিটি চাকরি উৎসব অনুষ্ঠানে উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন।

রেজাউল করিম রেজা/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।