উদ্বোধন করা হলো বাঁশ ও খড়ের ‘হিমাগার’


প্রকাশিত: ০৫:৫০ এএম, ০৫ ডিসেম্বর ২০১৪

রাজশাহীতে উদ্বোধন করা হলো বাঁশ ও খড়ের তৈরী ‘হিমাগার’। শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান হিমাগারটির উদ্বোধন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এম মনজুর হোসেন এ হিমাগারটি তৈরি করেছেন। বিকল্প ও প্রাকৃতিক এ হিমাগার তৈরিতে অর্থায়ন করেছে বাংলাদেশ ব্যাংক।

হিমাগারটির ব্যবস্থাপনার সাথে জড়িতরা বলেন, অল্প খরচে কৃষক এটি ব্যবহার করতে পারবেন। ৮৫ কেজির এক বস্তা আলু এখন হিমাগারে রাখতে কৃষকের ৩৫০ টাকা লাগে। এ হিমাগারে লাগবে মাত্র ১০০ টাকা। দেশে আদা ও পেঁয়াজের কোনো সংরক্ষণাগার নেই। এ হিমাগারে আদা, পেঁয়াজ ছাড়াও এক মাসের জন্য মরিচ, বেগুন, ফুলকপি ও বাঁধাকপি সংরক্ষণ করা যাবে। ৩০০ টন ধারণক্ষমতার এই হিমাগারটি তৈরিতে ব্যয় হয়েছে মাত্র ১৪ লাখ টাকা।










পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।