মহেশপুরে মাঠে পড়ে থাকা ৪৭ কচ্ছপ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

ঝিনাইদহের মহেশপুরে ৪৭টি কচ্ছপ জব্দ করেছে বিজিবি। শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার মাটিলা সীমান্তের রায়পুর থেকে কচ্ছপগুলো জব্দ করা হয়।

ঝিনাইদহ বিজিবি-৫৮ এর পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। পরে মাঠে পড়ে থাকা ছোট-বড় ৪৭ কচ্ছপ জব্দ করা হয়।

jagonews24

তিনি আরও জানান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় খুলনায় কচ্ছপগুরো জমা করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।