কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শিমুল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

শিমুর উপজেলার কাদিরডাঙ্গা গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে কোলাবাজারে একটি নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদে কাজ করছিলেন শিমুল। সে সময় তার কাছে থাকা রড সরাতে গেলে পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জের কোলাবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ নিয়াজ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।