রাজমিস্ত্রির সন্তানকে কোলে তুলে নিলেন এসিল্যান্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের একটি ক্লিনিকে জন্ম নেয় মেরাজ-আক্তারা দম্পতির প্রথম সন্তান। এতে পরিবারে আনন্দ-উৎসবের বিশাল উপলক্ষ এলেও মনের মধ্যে অশান্তি বিরাজ করছিল রাজমিস্ত্রি মেরাজ আলীর। ক্লিনিকের ১২ হাজার ৫০০ টাকা পরিশোধ করতে না পারার দুশ্চিন্তায় দিন কাটছিল তার। এমন পরিস্থিতিতে রাজমিস্ত্রি মেরাজের পাশে দাঁড়ান জেলার শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ক্লিনিকে নবজাতক ও প্রসূতিকে দেখতে যান এসিল্যান্ড। তাদের খোঁজ-খবর নেন এবং ক্লিনিকের সম্পূর্ণ বিল পরিশোধ করেন। পরে ক্লিনিক থেকে ছাড়া পেয়ে নবজাতককে নিয়ে বিকেলে বাসায় ফেরেন মা আক্তারা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় শিবগঞ্জের একটি ক্লিনিকে সন্তান প্রসব করেন আক্তারা খাতুন। মেরাজ আলী শিবগঞ্জ উপজেলার জালমাছমারী এলাকার সাবের আলীর ছেলে।

jagonews24

মেরাজ আলী বলেন, আমি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করি। ছেলের জন্ম হবে তাই বাসায় এসেছি। সন্তান জন্মের পর ক্লিনিকের সাড়ে ১২ হাজার টাকা বিল হয়। তা পরিশোধ করতে না পারায় স্ত্রী-সন্তানকে ক্লিনিক থেকে ছাড় করিয়ে নিয়ে আসতে পারছিলাম না। পরে আমার শ্বশুর বিষয়টি শিবগঞ্জ এসিল্যান্ড স্যারকে জানালে তিনি সশরীরে ক্লিনিকে দেখতে আসেন। পরে সব বিল পরিশোধ করেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন বলেন, সোমবার দুপুরে অফিসে এসে রাজমিস্ত্রি মেরাজের শ্বশুর বিষয়টি আমাকে জানান। এ সময় তিনি আর্থিক সহায়তার জন্য মৌখিকভাবে অনুরোধ করেন। পরে বিষয়টি খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হয়ে তাদের দেখেতে নিজেই ক্লিনিকে যাই। পরে তাদের পুরো বিল পরিশোধ করি।


সোহান মাহমুদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।