নাশতা করতে গিয়ে ট্রাক্টরচাপায় প্রাণ গেলো কনস্টেবলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কনস্টেবল ইমরান হোসেন

বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে নাশতা করতে যাওয়ার সময় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় ইমরান হোসেন (২৭) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন৷

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ইমরান একই গ্রামের মোনায়াম হোসেনের ছেলে। তিনি রাঙ্গামাটি তগোলছুড়ি থানায় কর্মরত ছিলেন।

ইমরানের বাবা মোনায়াম হোসেন বলেন, ‘দুই দিন আগে ছেলে ছুটিতে বাড়ি এসেছে। সকালে একই গ্রামের শংকরপুর থেকে বন্ধু নয়নকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে সিংহনাল বাজারে রওনা হয়। পথে ইটভাটার মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুজন। ঘটনাস্থলেই ইমরান মারা যান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা জাগো নিউজকে বলেন, আহত নয়ন হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে ইমরানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আহসানুর রহমান রাজীব/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।