দুর্গন্ধের খোঁজে ঘরে গিয়ে মিললো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

গাজীপুরের শ্রীপুরে একটি বসতঘর থেকে উজ্জ্বল নামে এক সিএনজিচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকার নইমুল ইসলাম সজিবের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উজ্জ্বল ময়মনসিংহ জেলার পাগলা থানার লঙ্গাইর ইউনিয়নের কাজা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি একাই শ্রীপুরের ওই বাড়িতে ভাড়া থেকে সিএনজি অটোরিকশা চালাতেন।

বাড়ির মালিক নঈমুল ইসলাম সজিব জানান, ওই বাড়িতে উজ্জ্বল একটি কক্ষে চার-পাঁচ বছর যাবত ভাড়ায় বসবাস করছেন। বৃহস্পতিবার বিকেলে তার ঘর থেকে দুর্গন্ধ বের হলে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি আমাকে জানান। পুলিশে খবর দিলে শ্রীপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের সামান্য দূরে একটি ব্যাগ থেকে কয়েক পুটলা গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন পাশেই ছিল। মোবাইলের কললিস্টে দেখা যায় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় একটি নম্বরে সর্বশেষ ১৭ সেকেন্ড কথা বলেছেন তিনি। ধারণা করা হচ্ছে ওই রাতের কোনো একসময় তার মৃত্যু হয়েছে। তবে মরদেহে পচন ধরায় এটা হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্নও বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।