চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল মান্নান (৪৮) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লক্ষ্মীপুরের শরিপুকুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল মান্নান শহরের টিকরামপুর এলাকার মৃত আকরাম আলীর ছেলে। অপরদিকে আহতরা হলেন- মান্নানের স্ত্রী সুলেখা বেগম (৩৬), তার মেয়ে মোসা. মরিয়ম খাতুন (১৫), চর ইসলামাবাদ এলাকার মৃত ইয়াস উদ্দিনের ছেলে মো. হুমায়ন কবির (৪৫), একই এলাকার হাইউল ইসলামের মেয়ে মোসা. সালমা খাতুন (১৬) ও হুমায়ন কবীরের মেয়ে মোসা. ফাতেমা খাতুন (১৬)।
স্থানীয়রা জানান, জেলা শহর থেকে নাচোলে দিকে একটি ভ্যানে করে কয়েকজন যাত্রী যাচ্ছিলেন। উপজেলার লক্ষ্মীপুর মোড়ে পৌঁছালে একটি প্রাইভেটকার পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুল মান্নান নিহত হন। আহত হন আরও পাঁচজন। এলাকাবাসী তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস