নাটোর

বিএনপি কার্যালয়ের সামনে ৭ ককটেল বিস্ফোরণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

নাটোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছয়-সাতটি ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে পৌর শহরের আলাইপুরে অস্থায়ী কার্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর দাবি, ‘সকাল পৌনে ৮টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে একদল যুবক ছয়-সাতটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ সময় কার্যালয়ে বিএনপির কোনো নেতাকর্মী ছিলেন না। তাই কেউ হতাহত হননি। নতুন করে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল হামলা চালিয়েছে আওয়ামী লীগ। কিন্তু এরপরও বিএনপির কর্মসূচি পণ্ড করতে পারেনি তারা।’

তবে বিএনপির অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা নিজেরাই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তারাই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জাগো নিউজকে বলেন, শুনেছি ককটেল বিস্ফোরণ হয়েছে। সকাল থেকেই বিএনপির কার্যালয়ের পাশে পুলিশ মোতায়েন আছে।

রেজাউল করিম রেজা/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।