গাজীপুরে পাখি বাজারে অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

গাজীপুর মহানগরীর টঙ্গীতে পাখি বাজারে অভিযান চালিয়েছে বনবিভাগ। এসময় বেশকিছু পাখি উদ্ধার করে পরে গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার। এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।

অভিযানে একটি তক্ষক, একটি বাঘডাশা, ছয়টি বেগুনি কালিম পাখি, আটটি ঘুঘু ও চারটি টিয়া পখি উদ্ধার করা হয়। পরে উদ্ধার প্রাণীগুলো গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার।

এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম, জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা, পার্ক বিট কর্মকর্তা হাবিবুর রহমানসহ বন বিভাগের স্টাফরা।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।