দু’দিন ধরে স্ত্রীকে শিকলে বেঁধে রাখলেন স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকার জন্য স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে বিল্লাল নামে এক মাদকসেবীর বিরুদ্ধে। গত ২৫ থেকে আজ ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্যাতনের শিকার স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত স্বামী বিল্লালকে আটক করেছে।

তাসলিমা অভিযোগে উল্লেখ করেন, ১৬ বছর আগে ব্রাহ্মন্দী ইউনিয়নের মৃত হানিফ ভূঁইয়ার ছেলে বিল্লালের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে তাসলিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ৪ মেয়ে রয়েছে। বিয়ের পরই তাসলিমা জানতে পারেন তার স্বামী বিল্লাল একজন মাদকসেবী। তিনি সন্তানদের ভরণপোষণ দেন না বরং নেশার টাকার জন্য প্রতিনিয়ত স্ত্রী তাসলিমা আক্তার ও তার ৬০ বছরের বৃদ্ধা মা ফাতেমা বেগমকে শারীরিকভাবে নির্যাতন করেন।

এরই মধ্যে গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত দুই দিন ধরে বসতঘরে তালাবদ্ধ করে এবং ঘরের খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে স্ত্রী তাসলিমা আক্তারের ওপর নির্যাতন চালান বিল্লাল। পরে সোমবার সকালে শাশুড়ি ফাতেমা বেগম এলাকার লোকজনকে ডেকে এনে তাসলিমাকে নির্যাতনের কবল থেকে উদ্ধার করার জন্য থানায় পাঠান।

আড়াইহাজার থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।