মাঠে পাওয়া ব্যাগে মিললো সোনার ৬ বার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

যশোর সীমান্তের মাঠে পাওয়া একটি ব্যাগ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেননি তারা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলার চৌগাছা থানার মাসিলা সীমান্তের মাঠ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, সোনার একটি চালান ভারতে পাচার করা হবে বলে বিজিবির কাছে তথ্য আসে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। অভিযানে মাসিলা সীমান্তের ৩৯ নম্বর পিলারের কাছে মাঠের মধ্যে একটি ব্যাগ পাওয়া যায়।

তিনি আরও বলেন, পরে ব্যাগ তল্লাশি করে ছয়টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৭০০ গ্রাম। এর বাজার মূল্য ৭০ লাখ টাকা। উদ্ধার সোনা চৌগাছা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করা হবে।

মো. জামাল হোসেন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।