বাড়ি থেকে বের হয়ে লাশ মিললো বাঁশঝাড়ে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আগুনিয়াপাড়া থেকে সঞ্জিত জোয়ারদার (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সঞ্জিত জোয়ারদার ওই গ্রামের হেমন্ত জোয়ারদারের ছেলে।
শৈলকুপা তমালতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল আজিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, সন্ধ্যায় স্থানীয় একটি বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সঞ্জিত জোয়ারদার। এরপর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের পাশে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন।
এসআই আনোয়ারুল আজিম বলেন, মরদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ থাকায় ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জিকেএস