ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের সম্পদের তথ্য চেয়েছে দুদক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০১ মার্চ ২০২৩
ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ও তার সহধর্মিণী তানিয়া আক্তারের সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২৩ ফেব্রুয়ারি চিঠিটি পাঠানো হলেও মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দুর্নীতি দমন কমিশনের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম জাগো নিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

ফরিদপুরের দুদকের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন এর আগে ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সে সময়ে তিনি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তার নিজের ও স্ত্রীর নামে-বেনামে অবৈধভাবে বিপুল অর্থ ও সম্পদ অর্জন করেছেন। যার প্রাথমিক সত্যতা মেলে। এরই পরিপ্রেক্ষিতে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক।

চিঠি প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে লিখিত আকারে দুদককে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে অথবা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হতে পারে।

চিঠি পাওয়ার বিষয়ে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন জাগো নিউজকে বলেন, দুদকের একটি চিঠি হাতে পেয়েছি। নির্ধারিত তারিখের মধ্যে লিখিত আকারে বক্তব্য তুলে ধরার চেষ্টা করবো। সবকিছু সঠিকভাবে তুলে ধরা হবে।

এন কে বি নয়ন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।