পদ্মায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:০১ পিএম, ০১ মার্চ ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বালু উত্তোলনের দায়ে চারজনকে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ মার্চ) সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ওয়াসিম (২৮), নরেন্দ্রপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে সাহাবুল হোসেন (২৭), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের সম্ভু আলির ছেলে রাজু (৩৪) ও নারায়ণপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মেহেদী হোসেন (২৩)।

jagonews24

সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে এলে তাদের একমাস করে কারাদণ্ড দেওয়া হয়।


সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।