রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২০০ কেজি চোরাই তার উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ০২ মার্চ ২০২৩

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্ল্যান্টের অভ্যন্তরে ২০০ কেজিরও বেশি হেভি কপার ক্যাবল ও একটি তার কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে রামপাল ক্যাম্পের আনসার ব্যাটালিয়নের অভিযানে এ চোরাই তামার তার উদ্ধার করা হয়।

রামপাল ক্যাম্পের আনসার ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, দুষ্কৃতকারীরা আনসার সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যান। পরে বি-৯ এবং জেটি গেট এলাকার মধ্যবর্তী স্থানে পাচার করার উদ্দেশ্যে জমা করা ২০০ কেজিরও বেশি হেভি কপার ক্যাবল ও একটি তার কাটার যন্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার কপার ক্যাবলের মূল্য আনুমানিক তিন লাখ টাকা।

এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার মালামাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।