৩ বছর পর খুলছে সোনামসজিদ ইমিগ্রেশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০২ মার্চ ২০২৩

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশনের কার্যক্রম। আগামী ১২ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার ফোনে আমাকে জানিয়েছেন, সোনামসজিদ-মোহদিপুর ইমিগ্রেশন চালু হবে। আগামী ১২ মার্চ বিকেলে তিনি এসে এ ইমিগ্রেশনের কার্যক্রম উদ্বোধন করবেন।

এরআগে ২০২০ সালের ১৫ মার্চ সারাদেশে করোনাভাইরাস বেড়ে যাওয়ায় সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ করা হয়। সে হিসেবে প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে এ ইমিগ্রেশন চেকপোস্ট।

সোহান মাহমুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।