ঢাকায় অপহৃত যুবক চারদিন পর চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৩ এএম, ০৩ মার্চ ২০২৩

 

রাজধানীর কাকরাইল থেকে অপহৃত ওমর ফারুক আব্দুল্লাহকে (২৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উদ্ধার করেছে পুলিশ।

বৃস্পতিবার (২ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মুসলিমপুর বাজারের রাস্তার পাশে থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ওমর ফারুক আব্দুল্লাহ পিরোজপুরের সাতকানিয়া উপজেলায় বাসিন্দা। তিনি রাজধানীর বনশ্রী এলাকায় বসবাস করেন।

মুসলিমপুর এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, রাত ১০ টার দিকে মুসলিমপুর বাজারের রাস্তার পাশে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় একটি মানুষকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এসময় বার বার পানি খেতে চাচ্ছিলেন তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে গেছে। এসময় তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ৯৯৯ ফোনের মাধ্যমে খবর পেয়ে অপহৃত যুবককে উদ্ধার করতে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে ওই যুবককে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে চাঁপাইনবাবগঞ্জে থাকা আত্মীয়ের কাছে ওই যুবককে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর কাকরাইল থেকে তাকে অপহরণ করা হয়। আর আজ তাকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় শিবগঞ্জের মুসলিমপুর বাজারের রাস্তার পাশে থেকে উদ্ধার করা হয়।

সোহান মাহমুদ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।