বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করবো: কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৪ মার্চ ২০২৩

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপিকে আগামী নির্বাচনে আনার জন্য আমরা চেষ্টা করবো। নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

শনিবার (৪ মার্চ) টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘দুঃখজনকভাবে ২০০৮ সাল থেকে বিএনপি নির্বাচন নিয়ে নানামুখী প্রশ্ন তুলে আসছে। নির্বাচন সঠিক হয়নি, নিরপেক্ষ হয়নি ইত্যাদি বলে নির্বাচন বানচালের চেষ্টা করেছে।’

তিনি বলেন, ‘২০১৪ সালে তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। নির্বাচন বানচালের চেষ্টা করেছে, হরতাল দিয়েছেন, আন্দোলন করেছেন, অবরোধ দিয়েছেন, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন, রেললাইন তুলে দিয়েছেন, বিদ্যুতের লাইন কেটে দিয়েছেন। ২০১৫ সালে তারা একটানা ৯০ দিন হরতাল দিয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে তাদের চরম বিপর্যয় হয়েছে।’

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপিকে আমরা নির্বাচনে আনার জন্য চেষ্টা করবো। আমার দৃঢ় বিশ্বাস, শেষ পর্যায়ে তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনটি নির্বাচনে তাদের বিপর্যয় হয়েছে। এবার নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বদরুল আলম।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাভলী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনসারী প্রমুখ।

আরিফ উর রহমান টগর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।