বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০১:০৮ পিএম, ০৫ মার্চ ২০২৩

বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি হাইডং-০৯ নামের একটি বিদেশি জাহাজ। রোববার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি।

মোংলা বন্দরের সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ জানান, ২৪ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রাংশ নিয়ে ছেড়ে আসে এমভি হাইডং-০৯। এরপর রোববার বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। জাহাজটিতে ১৭১ প্যাকেজে এক হাজার ৫৫৬ মেট্রিক টন বিভিন্ন ধরনের মালামাল রয়েছে।

mONGLA-(3).jpg

আরও পড়ুন: মোংলায় পৌঁছালো বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল

এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, দুপুর ২টা থেকে পণ্য খালাস শুরু হবে। এরপর নদী পথে এসব পণ্য বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ডিপোতে নেওয়া হবে। ৭ মার্চ জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।

mONGLA-(3).jpg

এর আগে গত ২১ ফেব্রুয়ারি রেলসেতুর ৩ হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিক টনের ২৩০ প্যাকেজের স্টিলের পাইপ ও মেশিনারি পণ্য নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এমভি জুপিটার মোংলা বন্দরে আসে।

আবু হোসাইন সুমন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।