সিদ্ধিরগঞ্জে যুবদল নেতাসহ গ্রেফতার ৪
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়কসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশ সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা রুবেলকে গ্রেফতার করতে অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলো, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মন্তাজ উদ্দিন মন্তু। অস্ত্র মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত পলাকত আসামি সোহেল, চাঁদাবাজ খোরশেদ আলম বাবু ও মাদক ব্যবসায়ী হাবিব।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ জানান, ৫ মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মন্তাজ উদ্দিন মন্তুকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের গ্রেফতারে এ অভিযান চালানো হয়েছে।
হোসেন চিশতী সিপলু/এআরএ/এবিএস