ফেনীতে মুরগি ও ডিমের বাজারে অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৬ মার্চ ২০২৩

ফেনীতে মুরগি ও ডিমের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তিনটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৬ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, ফেনীর সদর উপজেলা রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে ভাউচার না দেওয়া ও মূল্যতালিকা না রাখায় তিনটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অতিরিক্ত মূল্যে ডিম ও মুরগি বিক্রি না করতে ভবিষ্যতের জন্য সর্তক করা হয়েছে।

Feni-(3).jpg

মুন্সিরহাট ডিমের আড়তকে চার হাজার টাকা, মেসার্স আহসান উল্যাকে এক হাজার টাকা ও মেসার্স ফারুক এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ফেনী পুলিশ লাইনসের একটি টিম সহযোগিতা করে।

ফেনীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার মিয়া বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।