তামাবিল দিয়ে আবারো চুনাপাথর আমদানি শুরু


প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০১ মার্চ ২০১৬

দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হয়েছে ভারত থেকে পাথর ও চুনাপাথর আমদানি। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভারত থেকে পাথরবাহী ট্রাক বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে।

তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু জানান, আইনি জটিলতার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে চুনাপাথর নিয়ে তামাবিল দিয়ে ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

বুধবার থেকে চুনাপাথর আমদানি পুরোদমে শুরু হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ভারতের উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে গত ৭ মাস ধরে তামাবিল সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্য থেকে পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ ছিল। এতে বাংলাদেশি আমদানিকারকদের বিপুল পরিমাণ বিনিয়োগ আটকা পড়ে। বেকার হয়ে পড়েন প্রায় ৫ হাজার শ্রমিক।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।