ভোলায় গ্যাসের নতুন কূপ খনন শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০৯ মার্চ ২০২৩

ভোলায় ইলিশা-১ নামের আরেকটি নতুন কূপ খননকাজ শুরু করেছে বাপেক্স। বৃহস্পতিবার (৯ মার্চ) সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মালেরহাট সংলগ্ন এলাকায় ওই কূপে খনন কাজ শুরু হয়।

আরও পড়ুন: শরীয়তপুরে গ্যাস কূপ খনন নভেম্বরে 

বাপেক্সের প্রকল্প পরিচালক মো. আহসানুল আমিন জানান, প্রাথমিক অনুসন্ধানে ইলিশা-১ এ গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। বৃহস্পতিবার নতুন কূপ খনন কাজ শুরু হয়। ইলিশা-১ কূপটি ৩ হাজার ৪০০ মিটার খননের টার্গেট রয়েছে। তবে আগে গ্যাসের অস্তিত্ব পাওয়া যেতে পারে বলেও তিনি জানান। এছাড়াও তিনটি স্তরে ডিএসটি (ড্রিল স্টেম স্টেট) এর পরিকল্পনা রয়েছে।

২৩ জানুয়ারি ভোলা নর্থ-২ নামে অষ্টম কূপ খনন কাজ শেষে হয়। আর ইলিশা-১ নামে কূপটি ভোলা জেলার নবম কূপ।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।