সফল নারী সম্মাননা পেলেন সাবেরা ঝর্ণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৯ মার্চ ২০২৩

সফল নারী সম্মাননা পেয়েছেন সাংবাদিক সাবেরা ঝর্ণা। বুধবার (৯ মার্চ) বাগেরহাট ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

ফাউন্ডেশনের সহ-সভাপতি ফরিদা আক্তার বানু লুচির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাসেলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, অ্যাডভোকেট শরিফা হেমায়েত, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সীতা রানী দেবনাথ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেরা সুলতানা ঝর্ণা ছাড়াও সফল অ্যাথলেটিকস মেরিনা খানম মেরি, সাংস্কৃতিক কর্মী জোৎস্না দেবনাথ, সফল উদ্যোক্তা সুমা মণ্ডল, মোড়েলগঞ্জের সফল লেখিকা নাজনীন তৌহিদকে সম্মাননা দেওয়া হয়।

সাবেরা ঝর্ণা ২০২১ জেলার শ্রেষ্ঠ জয়িতা, ২০২২ সালে খুলনা বিভাগে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার লাভ করেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।