লামা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার ‘আত্মহত্যা’

বান্দরবানের লামা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কর্মকর্তা সাবরিনা তারান্নুম মেঘলা (২৭) মারা গেছেন। তার পরিবার বলছে তিনি আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় লামা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করানো হলে বিষয়টি জানাজানি হয়।
নিহত সাবরিনা কক্সবাজার চকরিয়া বমু বিলছড়ি এলাকার মো. মোস্তফিজুর রহমানের স্ত্রী।
আরও পড়ুন: মানুষ কেন আত্মহত্যা করে?
সাবরিনার বাবা মো. সওকত আলী জাগো নিউজকে জানান, পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়িতে নিজ কক্ষের দরজা বন্ধ করে ঘরের আড়ের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেন সাবরিনা। পরে তার স্বামী ও নিহতের ভাই দরজা ভেঙে তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রানিকে বাঁচাতে নিজের গলা কেটে আত্মহত্যা করেন রাজা
লামা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শহিদুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছার আগেই সাবরিনার মৃত্যু হয়েছে বলে শুনেছি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে জানান, লামা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কর্মকর্তা সাবরিনার মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ঘটনাস্থল চকরিয়া থানাধীন হওয়ায় বিস্তারিত কিছুই বলতে পারছি না।
আরও পড়ুন: শিক্ষার্থীদের আত্মহত্যা ও আমাদের করণীয়
নয়ন চক্রবর্তী/জেডএইচ