ভোলায় জব্দ সাড়ে ৫ হাজার কেজি মাছ এতিমখানায় বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৩ মার্চ ২০২৩

ভোলার মেঘনা নদীতে একটি ট্রলার থেকে পাঁচ হাজার ৫০০ কেজি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (১২ মার্চ) দিনগত রাতে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইলিশা লঞ্চঘাট এলাকার একটি ট্রলারে তল্লাশি চালিয়ে সাড়ে পাঁচ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করেছি। এ সময় জড়িতরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া তাদের আটক করা যায়নি। পরে জব্দকৃত মাছ মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

jagonews24

তিনি আরও জানান, গত ১ মার্চ থেকে দুই মাসের জন্য ভোলার ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।