মোংলায় ১২ কেজি হরিণের মাংস জব্দ, দুই যুবক আটক
মোংলায় হরিণের মাংস কিনতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন দুই ব্যক্তি। এ সময় মাংস ফেলে রেখে পালিয়ে যান দুই পাচারকারী। পরে ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
আটকরা হলেন সাদ্দাম হোসেন (৩২) ও বেল্লাল শরীফ (৩০)। সাদ্দাম উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নারকেলতলা হাবিবুর রহমানের ছেলে। বেল্লাল একই এলাকার সুলতান শরীফের ছেলে।

আরও পড়ুন: হরিণের মাংস উদ্ধারে গিয়ে হামলার শিকার বন কর্মকর্তাসহ ৪
স্থানীয়রা জানান, উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার হাসান ও চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই গ্রামের কাদের সকালে নারকেলতলা এলাকায় হরিণের মাংস বিক্রি করতে আসেন। তাদের কাছ থেকে সাদ্দাম হোসেন (৩২) ও বেল্লাল শরীফ (৩০) সে মাংস কিনতে গেলে লোকজন দেখে ফেলেন। পরে স্থানীয় ইউপি সদস্য (মেম্বর) হারুন মল্লিক ও গ্রামবাসী ছুটে আসলে পাচারকারী হাসান ও কাদের পালিয়ে যান। পরে দুজনকে আটক করে পুলিশ।
মোংলা থানার এসআই মো. মিরাজ বলেন, ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংসসহ সাদ্দাম ও বেল্লাল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
আবু হোসাইন সুমন/আরএইচ/জেআইএম