অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ, ৩ দিন পর মিললো মরদেহ
লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজের তিনদিন পর মো. রনি নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকার রহমানিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। হাতের ঘড়ি ও পড়নের জামা দেখে ছেলের মরদেহ শনাক্ত করেন রিকশাচালক বাবা।
রনি সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাকচর গ্রামের নুর আলমের ছেলে।

এর আগে শুক্রবার (১০ মার্চ) বিকেলে বাবার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে বের হয় রনি। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরদিন সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সোমবার মরদেহ পাওয়া গেলেও রিকশাটি পাওয়া যায়নি। দুর্বৃত্তরা রনিকে হত্যার পর মরদেহ খালে ফেলে রিকশা ছিনতাই করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার খালপাড়ে ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তি কচুরিপানার ভেতর মরদেহটি ভাসতে দেখেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিখোঁজের দিনই তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়।

নিহত রনির বাবা নুর আলম বলেন, আমি তাবলীগ জামাতে ছিলাম। এতে সংসার খরচ চালানোর জন্য আমার রিকশাটি নিয়ে রনি বের হতো। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের গণি হেডমাস্টার সড়কে তার সঙ্গে আমার দেখা হয়। তখন রিকশায় যাত্রী ছিল। পরদিন বাড়িতে এসে জানতে পারি রনি নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে পেতে আমি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলাম। কিন্তু আমার বাবাটাকে জীবিত নয়, মৃত পেয়েছি।
লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কীভাবে মারা গেছে তা নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এমআরআর/এমএস