সিলেটের মেয়র আরিফুল অসুস্থ, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:১০ পিএম, ১৩ মার্চ ২০২৩

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার (১৩ মার্চ) ভোরের দিকে তাকে নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘গতরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আরিফুল হক। এরপর রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি আছেন। তার হার্টের সমস্যা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেয়রের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট চিকিৎসকরা দেখছেন। তাকে সিলেটে রাখা হবে নাকি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে, এ বিষয়ে সিদ্ধান্ত চিকিৎসরা নেবেন।’

মেয়রের সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

ছামির মাহমুদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।