সাংবাদিক এবিএম মূসার নামে ফেনীতে সেতু উদ্বোধন
ফেনীর কৃতিসন্তান ও দেশবরেণ্য প্রয়াত সাংবাদিক এবিএম মূসার নামে জেলার ফুলগাজীতে সেতু উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বিকেলে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ইসলামিয়া বাজার-ঘাটঘর বকশীবাজার সড়কে সাত কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে হাজীর ভাগনা খালে সেতুটির উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার।

ফুলগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজমীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, জেলা জাসদের সভাপতি নুরুল আমিন, ফুলগাজী থানার ওসি মো. হাসিম প্রমুখ।

২০১৭ সালের ১৮ মে ফেনীর ফুলগাজীর হাজীর ভাগনা খালের ওপর ‘সাংবাদিক এবিএম মূসা’ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফেনী-১ আসনের এমপি শিরীন আখতার। আশির দশকে আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে নির্মিত সেতুটি সংস্কার না করায় নব্বইয়ের দশকে কাঠের পাটাতন রোদ-বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। সেতু না থাকায় আমজাদহাটসহ তিন ইউনিয়নের হাজার হাজার মানুষকে বন্যা ও ঝড়বৃষ্টিতে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ৬০০ ফুট দীর্ঘ খালটি নৌকায় পারাপার করতে হতো।

বিভিন্ন সময়ে সেতুটি পুনর্নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছিলেন সাংবাদিক এবিএম মূসাসহ স্থানীয় পর্যায়ের অনেকে। এ কারণে প্রখ্যাত সাংবাদিক আবদুস সালামের দাদা হাজী ফানাউল্লাহর নামে পরিচিত হাজীর ভাগনা খালে সেতুটির নামকরণ করা হয় ‘সাংবাদিক এবিএম মূসা’ সেতু। ১৪০ মিটার দীর্ঘ সাত কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে সেতুটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস