পল্লি চিকিৎসার সনদ নিয়ে অপারেশন, চিকিৎসকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৬ মার্চ ২০২৩

বাগেরহাটে মো. দেলোয়ার হোসেন নামের এক পল্লি চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে শহরের রেলরোড এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার।

jagonews24

রোহান সরকার বলেন, পল্লি চিকিৎসকের সনদ নিয়ে দেলোয়ার হোসেন বেশ কয়েক বছর ধরে বাগেরহাট সদর ও মোড়েলগঞ্জ উপজেলায় চেম্বার খুলে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ আগেও অভিযান চালিয়ে তাকে জেল-জরিমানা করা হয়। কিন্তু তিনি জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় অপচিকিৎসা চালিয়ে যেতে থাকেন।

তিনি আরও জানান, তিনি মূলত একজন পল্লি চিকিৎসক। ওই সনদ দিয়ে তিনি পাইলস, অর্শ, ভগন্দার, গেজ ও নাকের পলিপাসসহ বিভিন্ন রোগের অপারেশনে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসক পরিচয় দিয়ে থাকেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।