আগামী নির্বাচন জাতীয় সরকারের অধীনে দিতে হবে: চরমোনাই পীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৩

ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগামী নির্বাচন জাতীয় সরকারের অধীনে দিতে হবে। সারা বিশ্ব জানে বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন হয়নি। আপনারা দিনের ভোট রাতে দিয়ে বাক্স ভর্তি করেছেন। সে সুযোগ আর দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় শহরের এনআহম্মদীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জামানত হারালেন চরমোনাই পীরের ভাই

তিনি বলেন, সরকার যেনতেন ভাবে ক্ষমতায় আসার জন্য কৌশল করছে। কিন্তু সে স্বাদ আর পূরণ হবে না। সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জাতীকে কলঙ্কমুক্ত করুন।

ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি নুরুল করীম আকরাম ও দলীয় নেতা মুফতি মুহাম্মদ আছেম প্রমুখ উপস্থিত ছিলেন।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।