তাড়া খেয়ে হরিণের মাংস ফেলে পালালো পাচারকারীরা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১৬ মার্চ ২০২৩

মোংলায় তাড়া খেয়ে পাচারকারীদের ফেলে যাওয়া আট কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (১৬ মার্চ) বনবিভাগের তাড়া খেয়ে পাচারকারীরা একটি চিংড়ি ঘেরের মধ্যে এ মাংস ফেলে গেলে সেখান থেকে তা জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) স্টেশন অফিসার ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকায় অভিযান চালায় বনবিভাগ। এসময় বনপ্রহরী মিজানুর রহমান, সেলিম সরকার ও মো. রাজা চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ারুল শেখের ঘেরের বেড়িবাঁধে অভিযান চালালে অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী ব্যাগভর্তি হরিণের মাংস ওই ঘেরের পানিতে ফেলে পালিয়ে যান।

বনবিভাগ তাড়া করেও পাচারকারীদের ধরতে এবং তাদের শনাক্ত করতে সক্ষম হয়নি। পরে ঘেরের পানির মধ্য থেকে একটি ব্যাগে থাকা আট কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, ছোট একটি বাচ্চা হরিণের পুরো শরীরের মাথা, রান ও ছিনার অংশের আট কেজি মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

এর আগে সোমবার (১৩ মার্চ) উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারকেলতলার টাওয়ার বাজার এলাকা থেকে ১৯ কেজি হরিণের মাংস জব্দ করে পুলিশ।

আবু হোসাইন সুমন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।