ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এতে স্বাচ্ছন্দ্যে গন্তব্যস্থলে যেতে পারছেন যাত্রীরা।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
এর আগে মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের চট্টগ্রামমুখী লেনে ১০ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে যানজট।

দুপুরে সরেজমিনে দেখা যায়, যানবাহনের চাপ না থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটাই ফাঁকা আছে। ফলে নির্বিঘ্নে যাত্রীরা একস্থান থেকে একস্থানে যেতে পারছেন। মহাসড়ক ফাঁকা থাকায় নির্দিষ্ট সময় পর পর দূরপাল্লার যানবাহনগুলো ছেড়ে যেতে পারছে। এদিকে যানবাহনের পাশাপাশি মহাসড়কে নেই যাত্রীদেরও চাপ। অধিকাংশ টিকিট কাউন্টার এবং বাসস্ট্যান্ডগুলো ফাঁকা দেখা গেছে।
আরও পড়ুন: ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট
আরিফ হোসেন নামের এক চাকরিজীবী বলেন, সকালে পরিবার নিয়ে কুমিল্লায় ঘুরতে যেতে চেয়েছিলাম। কিন্তু তীব্র যানজট থাকায় বাসায় ফিরে যাই। দুপুরে কোনো যানজট না থাকায় এখন কুমিল্লা যাচ্ছি।

সোলাইমান মিয়া নামের এক বাসচালক বলেন, সকালে যানজটের কারণে আমাদের যাতায়াত করতে অনেক সমস্যায় পড়তে হয়েছিল। তবে এখন কোনো যানজট নেই। তাই খুব কম সময়ে গন্তব্যস্থলে যেতে পারছি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জাগো নিউজকে বলেন, মহাসড়কে প্রচুর যানবাহনের চাপ থাকায় সকালে যানজটের সৃষ্টি হয়েছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কিছুটা কমতে শুরু করে। দুপুরের পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।
রাশেদুল ইসলাম রাজু/এসজে/এমএস