গোটা নারায়ণগঞ্জই ওসমান পরিবার: লিপি ওসমান

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, বাঙালি এখন ওই বাঙালি নেই। যে চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছনে দৌঁড়াবে। ওই বোকা বোকা ভাব চলে গেছে। যারা ওসমান পরিবারকে নিয়ে কথা বলেন-গালি দেন তাদের শুধু একটা কথাই বলতে চাই পুরো নারায়ণগঞ্জের লোকসংখ্যা দেখেন। আমাদের সামনে যারা বসে আছেন তাদের দেখেন। গোটা নারায়ণগঞ্জই হচ্ছে ওসমান পরিবার। ওসমান পরিবারকে গালি দেওয়া মানে নারায়ণগঞ্জের মানুষকে গালি দেওয়া।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে লক্ষ্মী নারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: আল্লাহর ওপর ভরসা করে রাজনীতি করি: শামীম ওসমান

তিনি বলেন, কখনো হতাশ হবে না। সামনের দিকে এগিয়ে যাবেন। আমরা প্রায় সময় বলি আমরা হতাশ-আমরা ব্যর্থ। যখনি কোনো সমস্যার সম্মুখীন হবে তখন প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে।

এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।