ঘর থেকে কৃষক দম্পতির শিশুকে চুরি
বাগেরহাটের ফকিরহাটে কৃষক দম্পতির চার মাস বয়সী ছেলে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ মার্চ) ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চুরি হওয়া শিশুর নাম সাজিদ ফারাজী। সে ওই এলাকার কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুনের ছেলে।
শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঝড়ো বাতাস ও বৃষ্টির হওয়ার ফলে শিশুটির বাবা-মা কাঠ তুলতে বাইরে যান। এরপর ঘরে ফিরে দরজা বন্ধ না করে তারা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন- সাজিদ পাশে নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজজ্জামান বলেন, শিশুটির খোঁজ করা হচ্ছে। ওই পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএইচ/এএসএম