সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে হামলা, বৃদ্ধের মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৮ মার্চ ২০২৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) দিনগত রাতে উপজেলার বরগাঁও চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামের মৃত কদম আলীর ছেলে। এ ঘটনায় হুমায়ুন কবির (৪৩) নামে আরও একজন আহত হয়েছেন।

নিহতের স্ত্রী রমিজা বেগমের দাবি, র‌্যাব পরিচয়ে সাদা পোশাকধারী কিছু লোক মধ্যরাতে তার স্বামীকে গুলি করে হত্যা করেছে। পাশের বাড়ির সেলিম নামের এক প্রতিবেশীকে গ্রেফতারের কারণ জানতে চাওয়ায় উত্তেজিত হয়ে র‌্যাব পরিচয়দানকারীরা তার স্বামীকে তার সামনে গুলি করে হত্যা করে।

তিনি জানান, রাত দেড়টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তারা ঘরের বাইরে বের হন। এসময় বাড়ির পাশের রাস্তায় কয়েকজনের চিৎকার শুনতে পান। রাস্তায় গিয়ে দেখতে পান তাদের পাশের বাড়ির সেলিম নামের এক যুবককে কয়েকজন জিন্স প্যান্ট ও গেঞ্জি পরা লোক টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এসময় সেলিমের বাড়ির লোকজন কান্নাকাটি করছে।

আবুল কাশেম তাদের পরিচয় জানতে চাইলে সাদা পোশাকধারীরা লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। একপর‌্যায়ে উত্তেজিত হয়ে বৃদ্ধ সাদা পোশাকধারীদের গালি দেন। এরপর তারা বৃদ্ধের পেটে গুলি করলে ঘটনাস্থলে তিনি মারা যান। তার মরদেহ উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।

পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণার পর স্থানীয়রা এগিয়ে এলে সাদা পোশাকধারী লোকজন এলোপাতাড়ি গুলি ছোড়েন। এসময় হুমায়ুন কবির নামের একজনের পায়ে গুলি লাগে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মোশাররফ হোসেন সিজান বলেন, রাত ৩টার দিকে গুলিবিদ্ধ এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, সোনারগাঁয়ে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার মূল সন্দেহভাজন আসামি সেলিমকে আটক করতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আসামিকে আটক করে নিয়ে আসার সময় র‌্যাবের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এসময় তারা দেশীয় অস্ত্র নিয়ে র‌্যাবের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরে আসামিকে আটক করে আমরা নিয়ে আসি। সকালে জানতে পারি একজন মারা গেছেন। তবে তিনি কীভাবে মারা গেছে সেটি নিশ্চিত না।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, হাসপাতালে বৃদ্ধের মরদেহ রয়েছে। সেখানে পুলিশ রয়েছে। তিনি কীভাবে মারা গেছেন জানা যায়নি।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।