সুনামগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৯ মার্চ ২০২৩
পুলিশ হেফাজতে সাজাপ্রাপ্তদের কারাগারে নেওয়া হচ্ছে

সুনামগঞ্জে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৯ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কামরুল ইসলাম (৪০) ও এলাইছ মিয়া (৪৫)।

রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন অতিরিক্ত দায়রা জজের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া।

আদালত সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা মুজিবকে ২০০২ সালের ২২ জুন পূর্ব বিরোধ নিষ্পত্তি করার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ঘাতক কামরুল ইসলাম ও এলাইছ মিয়া। ২৩ জুন উপজেলার কাইমা গ্রামের ভাটিপাড়া রোডের দক্ষিণ পাশের রাস্তায় মুজিবের ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া যায়।

লিপসন আহমেদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।