মোংলা বন্দর

কর্মচারীকে হেনস্তার অভিযোগে নিরাপত্তা কর্মকর্তার অফিস ঘেরাও

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৯ মার্চ ২০২৩

মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তার অপসারণ দাবিতে তার কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বন্দরের কর্মচারীরা।

কর্তৃপক্ষের এক কর্মচারীকে প্রকাশ্যে হেনস্তা করার প্রতিবাদে রোববার (১৯ মার্চ) সকালে এ কর্মসূচি পালন করেন তারা। বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের সিবিএ সংগঠনের নেতৃত্বে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা এ ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভে অংশ নেন। এসময় কর্মবিরতিসহ অভ্যন্তরীণ পরিবহণ ও যান চলাচল বন্ধ রাখা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) সাধারণ সম্পাদক খুরশীদ আলম পল্টু জানান, শুক্রবার (১৭ মার্চ) দুপুরে বন্দরের প্রশাসনিক বিভাগে কর্মরত গাড়িচালক নুরুল ইসলাম টিটুকে তুচ্ছ বিষয়ে প্রকাশ্যে রাস্তায় গালিগালাজসহ হেনস্তা করেন বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী। এ ঘটনা জানাজানি হলে বন্দরে কর্মরত সাধারণ কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময় বন্দর এলাকায় ছিনতাই ও চুরিসহ অপরাধ প্রবণতা বেড়েছে। প্রধান নিরাপত্তা কর্মকর্তা তা নজরদারি না করে সরকারি অর্থ অপচয় ও বিলাসী জীবনযাপন করছেন। এমনকী বিভিন্ন সময় অন্যায়ভাবে কর্মচারীদের ওপর জুলুম-নির্যাতন করছেন।

নিরাপত্তা কর্মকর্তার কার্যালয় ঘেরাও শেষে বন্দরের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে বক্তব্য রাখেন সিবিএ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম পল্টু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেনসহ কর্মচারী নেতারা। চলতি সপ্তাহের মধ্যে নিরাপত্তা কর্মকর্তার অপসারণ না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন সিবিএ নেতারা।



অভিযোগের বিষয়ে প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী বলেন, ‘কর্মচারী টিটুকে ঠিকমতো অফিস করার জন্য শুধু সতর্ক করেছি। আর কিছু নয়। তবে এ নিয়ে অন্য কর্মচারীরা অফিস ঘেরাও করেছে কি না জানা নেই।’

আবু হোসাইন সুমন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।