মান যাচাই না করে খাদ্য তৈরি, দুই প্রতিষ্ঠানের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২০ মার্চ ২০২৩

লক্ষ্মীপুরের রামগঞ্জে শিশুখাদ্য বিক্রির লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানের ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার (১৯ মার্চ) শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় জেলা কৃষি অধিদপ্তরের বিপণন কর্মকর্তা মনির হোসাইন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল- মারোয়া এন্টারপ্রাইজ, মান্নান ষ্টোর ও নিজাম কনফেকশনারি। এর মধ্যে মারোয়ার চার হাজার, মান্নানের তিন হাজার ও নিজামের চার হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: মান যাচাই না করে খাদ্য তৈরি, দুই প্রতিষ্ঠানের জরিমানা

কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসাইন জানান, বাজারদর নিয়ন্ত্রণে রাখতে রামগঞ্জ উপজেলা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো শিশুখাদ্য বিক্রিসহ দুটি লাইসেন্স দেখাতে পারেননি। এছাড়া মূল্যতালিকা, ক্যাশ মেমো ও বিভিন্ন পণ্যে মেয়াদের তারিখ উল্লেখ ছিল না।

মনির হোসাইন বলেন, রমজানকে ঘিরে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন মেনে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে পণ্য বেচাকেনা করতে হবে।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।