ভোলায় তামাক পণ্যের মূল্যবৃদ্ধির দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২০ মার্চ ২০২৩

ভোলায় সব ধরণের তামাক পণ্যের কর ও মূল্যবৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে ডরপের যুব ফোরাম, দরিদ্র জনগোষ্ঠী, মা সংসদ ও সুশীল সমাজ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এসময় ডরপের সুশিল সমাজের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এমএ তাহের, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, যুব ফোরামের সদস্য শাকিলা জাহান ও দরিদ্র জনগোষ্ঠীর মো. নিজাম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

ভোলায় তামাক পণ্যের মূল্যবৃদ্ধির দাবিতে মানববন্ধন

আরও পড়ুন: তামাকজাত পণ্যের দাম বাড়িয়ে ব্যবহার কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী

বক্তারা বলেন, তামাক সেবনের ক্ষতির হাত থেকে বাংলাদশের মানুষকে রক্ষার জন্য আগামী সংসদে তামাক পণ্যের কর ও মূল্যবৃদ্ধি করতে হবে। মূল্যবৃদ্ধি হলে সাধারণ মানুষের হাতের বাহিরে চলে যাবে পণ্যটি। এতে তামাক সেবনকারীর সংখ্যা কমে যাবে। এতে করে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।