বিএনপির আন্দোলন-সংগ্রাম শেষ: হানিফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২০ মার্চ ২০২৩

বিএনপির আন্দোলন-সংগ্রাম শেষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সোমবার (২০ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিনের বিজ্ঞানমেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিদেশিদের দিয়ে সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিএনপি নেতারা এখন হতাশায় আছেন। বিএনপির আন্দোলন সংগ্রাম শেষ, তাদের নিয়ে ভাবনার কিছু নেই।

jagonews24

কুষ্টিয়া সদরের ৩০টি বিদ্যালয়ের অংশগ্রহণে এ বিজ্ঞানমেলা শুরু হয়েছে। মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় বিজ্ঞান শাখায় শিক্ষার্থী ভর্তির হার কমে যাওয়া ঠেকাতে এ মেলার আয়োজন করা হয়েছে।

এসময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে একটি ব্যাংকের স্মার্টকার্ডের মাধ্যমে কৃষিঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হানিফ।

আল মামুন সাগর/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।